Breast Cancer: পুরুষদের বুকে টিউমার! স্তন ক্যান্সার নয় তো? কারণ গবেষণা বলছে...
ক্যানসারের নাম শুনলেই কেমন যেন আঁতকে ওঠে সবাই। সেটা খুবই সাধারণ, কারণ এই মারণ রোগ শরীরে দানা বাঁধলেই সে মৃত্যুর প্রহর গোনা শুরু করে দেয়।
বর্তমানে বিশ্বব্যাপী একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ হিসেবে দাঁড়িয়েছে এই রোগ। এর একটি প্রকার হচ্ছে স্তন ক্যানসার। যখন স্তনের কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং টিউমারের রূপ নেয়, তখন এটি ঘটে।সাধারণত নারীদের ক্ষেত্রে এটি বেশি দেখা দেয়। তবে সম্প্রতি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নারীরা নয়, পুরুষরাও এই রোগের শিকার হচ্ছেন। চিকিৎসকদের মতে, স্তন ক্যানসার পুরুষ ও নারী উভয়কেই প্রভাবিত করতে পারে। তবে পুরুষদের ক্ষেত্রে এই ঘটনা খুবই কম দেখা যায়।
0 Comments