IND vs NZ: 'ও কাউকে ডরায় না, আমরাই খুব ভয়ে ছিলাম'! ১৫ শিকারের পরেও এই ভারতীয়র আতঙ্কে আজাজ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হার! এই সিরিজে ১৫ উইকেট শিকার করেও কিউয়ি স্পিনার আজাজ প্য়াটেলের (Ajaz Patel) এখনও আতঙ্ক কাটেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাত্কারে, আজাজ সাফ জানিয়েছেন নির্ভীক ঋষভ পন্থই (Rishabh Pant) ছিলেন পুরো নিউ জিল্যান্ড দলের ভয়ের একমাত্র কারণ।
মুম্বই টেস্টের তৃতীয় দিনে ভারত- নিউ জিল্যান্ডে টেস্টের ভাগ্য় পেন্ডুলামের মতো ঝুলছিল। ঋষভ ৫৭ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট না হয়ে গেলে, ভারত মুম্বই টেস্ট জিতে একাধিক লজ্জার হাত থেকে বাঁচতে পারত। ঋষভ ৯টি চার ও ১টি ছয়ও মেরেছিলেন তাঁর আগ্রাসী ইনিংসে। আজাজই তুলে নেন পন্থকে। আজাজ বলছেন, 'যখন ঋষভ ক্রিজে ছিল, তখন আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম। এই সিরিজে আমরা সবচেয়ে বেশি ঋষভ পন্থকেই টার্গেট করেছিলাম। ও মাঝখানে ব্য়াট করতে নেমে কাউকে ভয় পায় না। ও নিজের খেলাটাই খেলে। পরিস্থিত যাই হোক না কেন! ওর দর্শন একটাই। যতক্ষণ আমি ক্রিজে আছি, আমি আমার মতো খেলব, আউট হলেও কোনও সমস্য়া নেই।'
আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন আজাজ। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় পরিস্থিতি আলাদা হবে। এই সিরিজের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের কোনও সম্পর্ক নেই। মানসিক ভাবে নতুন করে শুরু করতে হবে। ভারতের কাছে সেরার সেরা খেলোয়াড় রয়েছে, যাদের কেউ কেউ আবার অস্ট্রেলিয়াতেও খেলেছে। চাপ থাকবে, তবে জয়-পরাজয় খেলার অংশ। আস্থা এবং ভরসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে কী রয়েছে, সেদিকেই ফোকাস করে এগিয়ে যেতে হবে। যা হয়ে গিয়েছে তা ভুলতে হবে।' দেখা যাক ভারত কী করে ক্য়াঙারুর দেশে!
শামি না থাকায় স্বস্তি, যদিও হর্ষিত, আকাশ দীপদের নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার কোচ
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই মহম্মদ শামি। তিনি না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যদিও পরিবর্ত পেসারদের নিয়ে চিন্তায় তিনি।
শামি না থাকায় পরিবর্ত পেসার হিসাবে আকাশ দীপ, হর্ষিত রানাদের নেওয়া হয়েছে দলে। রিজ়ার্ভ পেসার হিসাবে রয়েছেন মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদরা। তাই স্বস্তি পেলেও শান্তি পাচ্ছেন না ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “শামি না থাকায় ভারতের বড় ক্ষতি হয়েছে। আমাদের ব্যাটারেরা বলেছে ও কত ভয়ঙ্কর বোলার। একটা নির্দিষ্ট লাইন ও লেংথে শামি বল করে। যশপ্রীত বুমরার সঙ্গে ওর জুটি খুব ভয়ঙ্কর। শামি না থাকায় কিছুটা হলেও আমাদের সুবিধা হয়েছে।”
তার পরেই অবশ্য সতর্ক শুনিয়েছে ম্যাকডোনাল্ডকে। তিনি বলেন, “গত বার কী হয়েছে আমরা সকলেই জানি। পরিবর্ত বোলারেরা ভারতকে জিতিয়েছিল। এ বারও তাই হতে পারে। তাই পরিবর্তদেরও আমরা হাল্কা ভাবে নিচ্ছি না। ওদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ সিরিজ় ভারতের। এই সিরিজ়ের উপরেই নির্ভর করছে যে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কি না। গত দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারিয়েছে ভারত। তবে এ বার পরিস্থিতি আলাদা। পর পর দু’টি টেস্ট হেরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হেরেছে ভারত। ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ় হেরেছেন রোহিত শর্মারা। মুম্বইয়ে সম্মানরক্ষার লড়াই রয়েছে। তার পরেই অস্ট্রেলিয়া সফর। তাই ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। এখন দেখার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জয়ের হ্যাটট্রিক রোহিতেরা করতে পারেন কি না।
0 Comments